লজ্জা সম্পর্কে ইসলাম কি বলেঃ
লজ্জা সম্পর্কে ইসলাম কি বলেঃ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ
সহিহ বুখারী, হাদিস নং ৯
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণীতঃঃ
রাসুল (সাল্লেল্লাহু আলাহিওয়াসাল্লাম) বলেন, ইমানের ষাটের উপরে শাখা আছে। তার মধ্যে লজ্জা হলো একটি শাখা।
(মুসলিম ১/১২ হাঃ ৩৫, আহমাদ ৯৩৭২)
বর্ণনাঃ
ইসলাম একটি জীবন বিধান। ইসলাম আপনার জীবনের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলে। ইমানের ৬০ টির শাখার মধ্যে লজ্জা হলো একটি শাখা। এখন লজ্জা নিয়ে ইসলাম কথা বললো কেনো? এটা হয়তো অনেকর প্রশ্ন। আজ আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো।
প্রথমে আমি এর কিছু ভালো পয়েন্টর কথা বলিঃ
১. লজ্জা একজন মানুষকে শালিনতার মধ্যে রাখে।
২. একজন মানুষের চরিত্রকে ভালো রাখে
৩. খারাপ ও অশ্লীল মানুষ, মুভি, ইত্যাদি থেকে মুক্ত রাখে।
৪. ঐ বেক্তি খারাপ কাজে লিপ্ত হতে পারে না।
লজ্জা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটি একজন মুমিন বেক্তির বৈশিষ্ট্য। লজ্জাশীলা মানুষকে আল্লাহ্ ভালবাসেন। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ইমানও নাই। লজ্জা ইমানের একটি অঙ্গ। অতএব, আমাদের লজ্জা থাকা প্রয়োজন।
No comments