Header Ads

Header ADS

ফাল্গুনে শুরু হয় গুনগুনানি....

ফাল্গুনে শুরু হয় গুনগুনানি....


রবিউল ইসলাম


ফাল্গুনে শুরু হয় গুনগুনানি

ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি

এক ঝাক পাখি এসে ঐকতানে

গান গায় এক সাথে ভোর বিহানে

আযানের সুর মেলে নীল আকাশে

শির শির করে ঘাস হিম বাতাশে.......


কবি ফররূখ আহমেদ বসন্তকে এভাবে বর্ণনা করেছিলেন ছন্দে ছন্দে। বসন্ত নিয়ে এমন চমৎকার উপস্থাপন খুব কমই দেখা গেছে বাংলা সাহিত্যে। 

বাংলা ক্যালেন্ডারের সব শেষ ঋতু হলো বসন্ত। মহান আল্লাহ আমাদের জন্য এই ঋতুকে সাজিয়ে দিয়েছেন রাজার মতো করে। তাই বসন্তকে আমরা ঋতুরাজ বলে ডাকতে একটু কার্পণ্য করি।


No comments

Powered by Blogger.