Header Ads

Header ADS

ইমান সম্পর্কে কিছু হাদিস। Part- 1

 ইমান সম্পর্কে কিছু হাদীসঃ


حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏


সহিহ বুখারী, হাদীস নং ৮।

ইবন উমর (রাঃ) থেকে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুল (সাল্লেলাহু আলাহি ওয়াসাল্লাম) বলেনঃ

ইস্লামের স্তম্ব ৫ টি।

১. আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসুল। এই কথার সাক্ষ্য প্রদান করা

২. নামাজ কায়েম করা

৩. যাকাত দেওয়া

৪. হজ্জ পালন করা

৫. রমযান (রোজা রাখা) সম্পাদন করা।

(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২,৬৩০৯)



No comments

Powered by Blogger.